Hardik replaces Rohit as MI Captain: ১০ বছরে ৫ বার IPL জেতানো রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে নিল MI, দায়িত্বে হার্দিক
রোহিত শর্মা নন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের ইতিহাসে সবথেকে সফল অধিনায়ককে ছাঁটাই করে দিল মুম্বই। যিনি অধিনায়ক হওয়ার সময় মুম্বই একটিও আইপিএল জেতেনি। আর তাঁর ১০ বছরে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই।
এই দিনটা যে আসতে চলেছে, সেটা স্পষ্ট ছিল। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি চলে আসবে, তা অনেকেরই ধারণার বাইরে ছিল। শেষপর্যন্ত সেই অপ্রত্যাশিত জিনিসটাই হল। রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন কেড়ে নিয়ে ২০২৪ সালের আইপিএলের ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। আর রোহিতের হাত থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে মুম্বইয়ের বিজ্ঞপ্তিতেই। কারণ ওই বিজ্ঞপ্তিতে কোথাও বলা হয়নি যে স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে গিয়েছেন রোহিত। যে রোহিতের আমলেই আইপিএলে যাবতীয় সাফল্য পেয়েছে মুম্বই। ‘হিটম্যান’ রোহিত যখন ২০১৩ সালে দায়িত্ব নিয়েছিলেন, তখন মুম্বইয়ের ক্যাবিনেটে একটাও আইপিএল ট্রফি ছিল না। ট্রফি দিতে পারেননি সচিন তেন্ডুলকর, রিকি পন্টিংরাও। ফাঁকা ছিল আইপিএলের ট্রফি ক্যাবিনেট। সেখান থেকে রোহিতের নেতৃত্বে আইপিএলের সবথেকে সফল দল হয়ে উঠেছে মুম্বই। ১০টি মরশুমে পাঁচবার (২০১৩ সাল, ২০১৫ সাল, ২০১৭ সাল, ২০১৯ সাল এবং ২০২০ সাল) ট্রফি জিতিয়েছেন রোহিত। এমনকী মুম্বইয়ের বিবৃতিতে রোহিতেরও কোনও মন্তব্য রাখা হয়নি।
যদিও কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছে মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট। মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘(মুম্বইয়ের) ঐতিহ্য তৈরির অংশ হিসেবে (সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে)। সেইসঙ্গে ভবিষ্যতের জন্য তৈরি রাখার যে তত্ত্বে বিশ্বাস করে মুম্বই ইন্ডিয়ান্স, সেটা পূরণের জন্য (এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে)।’
তিনি আরও বলেন, 'সচিন থেকে শুরু করে হরভজন (সিং) এবং রিকি (পন্টিং) থেকে শুরু করে রোহিত - মুম্বই সবসময় দুর্দান্ত অধিনায়ককে পেয়েছে। যারা তাৎক্ষণিক সাফল্য লাভের পাশাপাশি ভবিষ্যতের জন্যও দলকে শক্তিশালী করে তোলার দিকে নজর দিয়েছে। আর সেই মতাদর্শ মেনে ২০২৪ সালের আইপিএলের জন্য নিজের কাঁধে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব তুলে নেবে হার্দিক।'
.jpeg)
0 Comments