b

U19 Asia Cup: আমিরশাহিকে দুরমুশ করে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

 U19 Asia Cup: আমিরশাহিকে দুরমুশ করে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ


Bangladesh U19 Cricket Team: টুর্নামেন্ট সর্বাধিক ৩৭৮ রান করে সিরিজ় সেরার পুরস্কার নিজের নামে করেন বাংলাদেশের কিপার-ব্যাটার আশিকুর রহমান শিবলি।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) ফাইনালে সংযুক্ত আরব আমিরশাহিকে দুরমুশ করে দাপটের সঙ্গে খেতাব নিজেদের নামে করল বাংলাদেশ (BAN U19 vs UAE U19)। কিপার ব্যাটার আশিকুর রহমান শিবলি দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২৮২ রান তুলতে সাহায্য করেন। জবাবে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আমিরশাহির ইনিংস। ১৯৫ রানের বিরাট ব্যবধানে ম্য়াচ ও খেতাব জিতে নেয় বাংলাদেশ। ওপার বাংলার হয়ে মারুফ মৃধা এবং রোহানত দৌলা বর্ষণ তিনটি করে উইকেট নেন। দু'টি করে উইকেট নেন ইকবাল হোসেন এবং শেখ পাইভিজ় জীবন।

Post a Comment

0 Comments